কবিতা : তাপসী লাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা : তাপসী লাহা



শহর ও কাক



সংঘাতের শহর, উনুনের ঘুম ভাঙে,

ধোঁয়া ওঠে, পেট চনচন করে, গলা

 শুকোয়, চায়ের জলের স্নিগ্ধ ছরায় বুনতে লাগে প্রহরের  মন।

পাখিদের মত পাখনা ম্যালে রোদ, কাকেরা অল্প জিরোয়, 
ছাদের কার্নিশে আচমকা অতিথি।

খসখস করে  দিনের  কলম 
লিখে চলে দিনবিধি,

পাতায় বিড়বিড় করে সভ্যতার শ্লোক। 

চোখের জল  অন্তসলিলা ,
মাঝপথের অন্তর্ধান, 
দিনের প্রবল দাবীর কাছে অন্তর্ঘাত  নেহাতই তুচ্ছ কোন ক্লেদ,

কচু খেলে গলা ধরলে লেবুর মত এক বিস্মরণের দিন আসুক।

কাকেরা আবার জড়ো হোক বৈদ্যুতিন তারে, বিপদ থাকুক কালো নখের ডগায়। 


No comments:

Post a Comment