ছড়া ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

ছড়া ।। রঞ্জন কুমার মণ্ডল









গোধূলি 


গ্রীষ্ম এখন বদলে গেছে লকডাউনের জেরে 
হাওয়া বদল,  নরম সুরে রাখছে কেমন ঘিরে 
রঙ তুলিতে প্রকৃতি আজ 
নতুন রূপে করছে বিরাজ 
স্বর্ণ ছটায় গোধূলি আজ, আসছে ফিরে ফিরে। 
                     ----     -----

রঞ্জন কুমার মণ্ডল 
গ্রাম +ডাকঘর  :সারাঙ্গাবাদ 
থানা - মহেশতলা, জেলা -24পরগণা(দঃ)
কোলকাতা - পিন  :700137.

No comments:

Post a Comment