কবিতা : অরবিন্দ পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা : অরবিন্দ পুরকাইত


নতুন ধারা



ক'জন পাগল লিখছে কেবল পড়ছে ক'জন পাগলই
পরস্পরের পৃষ্ঠে চাপড় – ভাঙছে সকল আগলই।
দারুণ লিখছ, অসাধারণ! অভিনন্দন, ধন‍্যবাদ
এত ভালো লিখে তবু কলকে থেকে কেবল বাদ!

এসব কেবল গোষ্ঠীবাজি নইলে অনাদর এমন!
নিজের কোলে ঝোলটি টানা - সব যেন কেমন কেমন!
আচ্ছা এসব চলতে পারে বলুন দেখি দিনকে দিন
অযোগ্য সব মান‍্য হয়ে নাচছে দেখি তা ধিন ধিন!
এর যদি না বিধান হবে শুনে রাখুন সক্কলে
নিজেই নিজের গাই গুণগান দোষ কীসের অবাক হলে!

নিজের মূল‍্য বুঝব নাকো নই তো আর তেমন গবেট
তোমরা মানো আর না মানো এটা এক সলিড সনেট।
আদ‍্যিকালের নিয়ম ধরে থাকলে আজও হয় নাকি
যোগ‍্য হাতে নতুন নিয়ম, তা না হলে সব ফাঁকি!

No comments:

Post a Comment