নব্য সুতপা
বুকের উপর উঠছো বসে,
একটা নরম আবেশ দিতে।
এ যে নরম -শান্তি কই?
আগলে রাখার ভ্রান্তি সই ,
উষ্ণ ঘন পড়ছে শ্বাস,
শ্বাস কষ্টের পূর্বাভাস।
এখনো কাঁদে-খোলা ছাদে
শীর্ণ প্রদীপ জ্বেলে।
এই যে কবি-তোমার ছবি
বদলে দেবে বলে।
আচ্ছা সুতপা তুই ই বল-
এযে লাশের উপরে ভোগ-দখল।
নিয়েছি তো তোকে
কতো কাছে ডেকে;
দিয়েছি অর্ঘ্য-গিয়েছি স্বর্গ।
এখন নাহয় আমার শ্বাস
থাকুক অজ্ঞাতবাস।
অমি জানি আজি,ছেড়ে যাও যদি
না থাক সেকথা,অকথা,কুকথা।
অতএব এসো,হাতে পায়ে বোসো।
অথবা যদি চাও দুরে চলে যাও।
তোমার কাব্য হয়তো লিখব
তুমিই যে আমার নব্য সুতপা।
===============
নাম-চিরঞ্জিত কুন্ডু
গ্রাম-ব্রজমোহন পুর
ডাকঘর-দহিয়াকান্দা
থানা-গোঘাট
জেলা-হুগলি
রাজ্য-পশ্চিমবঙ্গ
পিন-712616
চলভাষ 8670696307
No comments:
Post a Comment