সাঁকো
কয়েকটি শব্দ বাঁধিয়াছে দুটি প্রান,
দুটি মন আটকেছে শব্দমালা।
টুকরো সুতোয় একটা সুঁচের জান,
বিদ্ধ হয়েও জুড়ায় মনের জ্বালা।
মুখোমুখির হয়তো থাকে না অবকাশ,
একটু কথাই বাঁচার সম্বল।
শব্দমালায় বাঁচিয়ে রাখে আশ,
যেমন অসহায়ের শীতের কম্বল।
আকাশ জুড়ে স্বপ্নের যাওয়া-আসা,
শব্দমালা করে পিওনের কাজ।
ভাঙা ঘরেও নতুন আশার বাসা,
বিনুনিতে সাজিয়ে তোলে সাজ।
মুহুর্মুহু সেই তো বেগার খাটে,
তার সাঁকো ভর করেই পারাপার।
বহমান মন; সঙ্গেই যেন হাঁটে,
শব্দ সাঁকোয় জীবনের দরবার।।
===========
উজ্জ্বল মাহাত
গ্রাম ও ডাকঘর - জবলা,
থানা - মানবাজার,
জেলা - পুরুলিয়া,
পশ্চিমবঙ্গ -৭২৩১২৮
৯৮০০০৫০৮৯৬
৯১২৬৫২৫৭৫৫
No comments:
Post a Comment