কবিতা // নিশা দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা // নিশা দাস




মেঘ ও মায়া


মেঘ ও মায়া,শ্রাবণের অঝোর বৃষ্টি,
ট্রেন স্টেশন ছেড়েছে, তুমিও চলে গেছ।
বৃষ্টিবিন্দু শরীরে মেখে বাড়িয়েছো ক্ষত।
'শাওন গগনে ঘোর ঘনঘটা' গানটি আওড়েছো।
বৃষ্টির টুপটাপ শব্দ,খোঁজার নেশা,
হ্যাঁ ভালোবাসা খোঁজার নেশা 
ওই দুটি চোখজুড়ে।
মনটা বড়ো আনমনা-
মাঝে মাঝে ভাবি,
কান পেতে শুনে যাও
কাকে ভালোবাসি‌।
খুঁজে চলেছো দৃষ্টি জুড়ে ,
আর এদিকে হৃদয় পোড়ে।
টুপটাপ বৃষ্টি পড়ে,
তোমার নাম,ছবি মনজুড়ে।
যদি ভালোবাসো কাছে নাও টেনে।
বেশিক্ষণ থাকার জোড় করবো না ,
চলে যেও কাল ভোরে।

============

Nisha Das
C/O-Abani Kanta Das
Vill- Patiram Master Para
P.O-Patiram
Dist-Dakshin Dinaj Pur
Pin-733133

No comments:

Post a Comment