কবিতা // সুজিত কুমার কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা // সুজিত কুমার কর



 প্রকৃতির পাঠশালা


যারে পিষেছো, ভেঙেছো, গড়েছো 
আপনার লাগি আপন খেয়ালে, 
সাগর - পাহাড় হতে বনাঞ্চল 
রেখেছো করতল গত করে নিজ বাহুবলে।

সাগরের মাঝে বসতি, পর্বত ভেঙে খান খান। 
প্রকৃতিরে রেখেছো ক্রীড়নক করে, 
মস্তিষ্কের উর্বরতায় তোমার দাসত্বে 
নির্বাক প্রকৃতিরে করেছ বশ বহু যুগ ধরে। 

এবার পালাবদলের পালা 
রোষে, ক্রোধে জ্বালামুখী 
প্রকৃতির শিক্ষায় কেঁপে ওঠে 
ধ্বংসন্মুখ যন্ত্রণাক্লিষ্ট এ পৃথিবী 

দিশেহারা জীবশ্রেষ্ঠ মানবকুল 
উপর্যুপরি বিপর্যয়ের ধাক্কা 
চারিদিকে ধ্বংস - মৃত্যুর পদধ্বনি 
নাও পাঠ, বাস্তুতন্ত্রের প্রকৃতির শিক্ষা। 

দাউ - দাউ লেলিহান শিখা 
দ্রুত ছুটে চলে দাবানল 
পালাও পালাও রব চারিদিকে 
ধেয়ে আসে পঙ্গপাল। 

সাইক্লোন - হারিকেন - তুফান 
ভেঙে চুরমার সঞ্চিত অহংকার 
ভাইরাস - মহামারী, জলোচ্ছ্বাস
অসহায় নতজানু সবে দু চোখে অন্ধকার।


No comments:

Post a Comment