ছড়া ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

ছড়া ।। সাইফুল ইসলাম

কালো মেঘ



কালো মেঘ কি ভয়াল শুধুই
ভয় দেখানোই কাজ--
শস্যশ্যামল ধরণী বুকে
কেবলই ফেলে বাজ? 
দেশের চাষী চায় কেন তবে
কালো মেঘের পানে, 
মরু সম আঁখি দুটি
কোন সে মায়ায় টানে। 
কালো মেঘের পাহাড় দেখে
আশায় বাঁধি বুক, 
দূঃখ এবার নেবে বিদায়
দেখব সুখের মুখ। 
জমাট বাঁধা কালো মেঘে
কালার বাঁশি শুনি, 
কখন নামবে বাদলধারা
তারই প্রহর গুনি। 
কালো মেঘেই বর্ষা নামে
পুকুর ডোবা ভরে, 
গলা ফুলিয়ে খালের ব্যাঙ
এক সুরে গান ধরে। 
এ ধরণী প্রাণ ফিরে পায়
কালো মেঘের লাগি, 
সবার কথা চিন্তা করে
কালো মেঘই মাগি। 
হোক না কালো আরো কালো
তবু হৃদয়ে থাক, 
সবুজ চাদরে ঢাকুক মহী
ভয়টা দূরে যাক। 
-------------------------------------------------

                                                    

No comments:

Post a Comment