কবিতা ।। আশিস ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা ।। আশিস ভট্টাচার্য

স্বপ্নে দুজনে,,,,,



সাগরের বুকে হেঁটেছি হাত ধরে
ঢেউ ভেঙে ভেঙে অনেকটা পথ
হোক না স্বপ্নে, নয় বাস্তবে
তবুও স্বপ্ন দেখেছি দুজনে।
নোনা জল আর বালি মাখা দেহে
      করেছি উষ্ণ আলিঙ্গন
তোর তৃষিত চুম্বন থেকে সরাত
      পারেনি আমার ঠোঁট
আমিও গলেছি ভেতরে ভেতরে
       আইস ক্রিমের মত
তোর প্রেমে আমি হয়েছি যে 
          দিশা হারা
হোকনা স্বপ্নে হোকনা নিশীথে
পারিনা থাকতে একে অপরকে 
                 ছাড়া
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

আশিস ভট্টাচার্য শান্তিপুর নদিয়া ফোন নম্বর 6295300585



No comments:

Post a Comment