কবিতা ।। দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা ।। দুলাল সুর



          দায়বদ্ধতা

            


অন্ধকারের কালকুঠরিতে

অনিঃশেষ উদভ্রান্ত যৌবন সমর্পণ

অভাবী সংসার প্রতিপালনের দায়বদ্ধতায়

অবক্ষয়ের কুয়াশার উষ্ণস্রোত

মহামারী সর্বনাশা দিশাহীন তমসায়

বিকারগ্রস্ত কামনার লিপ্সায় নিমজ্জিত।

শ্বাপদকুলের শিকারি ছোবল

একলহমায়  বিষাক্ত দংশনে

খুবলে খায় অসহায় অবলার পবিত্র শরীর।

সাক্ষী থাকে অমাবস্যার একফালি চাঁদ

আর নিশিভোরের পবিত্র গঙ্গাবক্ষে নিত্য অবগাহন।

        

******************************

-       দুলাল সুর –

শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,

উত্তর ২৪ পরগনা,                   

কোলকাতা – ৭০০১২৯,

পশ্চিমবঙ্গ, ভারত,          

     Mobile + Whatsapp – 8777624513

      Email – surdulal0301@gmail.com    



          

No comments:

Post a Comment