ছড়া ।। অষ্টপদ মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

ছড়া ।। অষ্টপদ মালিক



খরস্রোতা নদী



যখন পাথর - বুকে ঝরনা নামে
ঝরনা থেকে নদী বয়ে যায়
তার কুলু কুলু ছন্দে
নুড়ি পাথর সত্তা হারায়  ।

আগে জানতাম না
নদী তীক্ষ্ণ খরস্রোতা হয় ,
কত প্রজ্ঞা প্রতিজ্ঞা নিমেষে
করে সে নয়ছয় !

নদী তার আপন খেয়ালে
দুই কূল ছাপিয়ে যায় 
ভয়ানক বন্যা হয়
অসহায় প্রাণ করে হায় হায় !

নদী যখন সাগরে মেশে
ডুব দেয় নোনা জলে ,
কে তাকে ফিরিয়ে আনবে
কোন্ মহা দৈববলে !

=================
                    অষ্টপদ মালিক
        পাঁচারুল , হাওড়া -৭১১২২৫
         মোবাইল-6295 32 1758 

No comments:

Post a Comment