কবিতা ।। অজয় মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা ।। অজয় মণ্ডল



সন্দেহের ক্যাপসুল

  """"""""""""""""""""""""""""

সন্দেহ বিষ তারের চাবুক,
         তুমি, ভাঙ্গলে মনের পাড়;
বিশ্বাস বাঁধ বালির ছিলো,
         তাই, প্রেমরোগ ক্যান্সার!
  
প্রেমের আঁতুর বারুদ ঠাসা,
          তুমি,জ্বাললে আগুন সেই!
নিকোটিন ছাই বিলীন তখন,
          আমি,জীবন্ত আর নেই!

অ্যালকোহল ভরা রক্ত মাতাল,
           জানি,ফিরবেনা আর হুশ!
নিথর দেহের জীর্ণ পাঁজরে,
                মৃত;বায়ুহীন ফুসফুস।

তোমার জন্য রক্তে মিশেছি,
             বলো! আর কতদূর যাব?
ক্যাপসুল ছিঁড়ে,থাইমেট পুরে,
            দেখো!সত্যি এবার খাব!

        ============

  নামঃ অজয় মণ্ডল
পিতাঃশান্তিনাথ মণ্ডল
গ্রাম+পোঃরাইবাঘিনী
থানাঃকোতুলপুর
জেলাঃবাঁকুড়া
ডা.সূ.সংখ্যাঃ৭২২১২২
চলঃ7047369291

No comments:

Post a Comment