কবিতা : নারায়ণ প্রসাদ জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা : নারায়ণ প্রসাদ জানা





সৈনিক

মা আমি এখন দুপুর
তোমার বুকেতে কালবৈশাখী
সারাদিন দস‍্যিপনা
আম -জাম-গাছের ডালে।

মা আমি বৃষ্টি এখন
তোমার শাড়ির ভেজা আঁচলে
সারাদিন ঝাপসা আঁধার
লেবুর পাতায় কর মচা।

মা আমি এখন রাতে
চাঁদ হয়ে বিছানার পাশে
তোমার কোলে মাথা রেখে
রূপকথার গল্প শোনা।

মা আমি সীমান্তে এখন
অতন্দ্র প্রহরী দেশের
লাঞ্চার -মার্টারের সাথে
ছিন্নভিন্ন শত্রুর দেহ।

মা তুমি ঠাকুর ঘরে
শত্রুর মুখে দিয়ে ছাই
আমার জন্মদিন এলে
দিনরাত প্রার্থনা তোমার।

মা আমি দূরের আকাশে
রাতের তারা হয়ে জাগি
তোমার আদরের মানিক
অশ্রু ভেজা আঁচলের খুঁট।

মা আমি ছড়াই আলো
সীমান্তের বেড়া ডিঙ্গিয়ে,
মা আমার একটাই দেশ
পৃথিবীকে ভরি আলোয়।

===========


নারায়ণ প্রসাদ জানা
গ্ৰাম+পোঃ=হাঁসচড়া
জেলা- পূর্ব মেদিনীপুর
পিন-721625
মোঃ-943128211.

No comments:

Post a Comment