কবিতা : সত্য মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা : সত্য মোদক


অপক্ক


আমি যখন চোখ দিয়ে দেখি
তখন যা...দেখি
সিকি ভাগ দেখি
নতুবা অর্ধেক দেখি
বা কোন কোন সময় দেখি-ই না৷
কিন্তু যখন আমি কান দিয়ে দেখি
তখন অনেক অনেক রং দেখি
কখনও কখনও একটু বেশি-ই দেখি৷
তবে আমার মা বলেন খোকা .....
কখন-কানে দেখিস না
দেখিস—মাথা,চোখ....আর
আমি বলি মা-গো আর.....?
মা বলেন ওরে বোকা —
হৃদয় দিয়ে দেখিস৷

============

সত্য মোদক
হেলেঞ্চা,বাগদা,উত্তর২৪পরগনা
৮৯২৬৪১২৩৫৪

No comments:

Post a Comment