কবিতা ।। শুভজিৎ দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা ।। শুভজিৎ দে

যারা পাড়ি দিয়েছে


চারিদিকে নিস্তব্ধতার আগমন
রোদ্দুরও নিজেকে গুটিয়ে নিয়েছে
মাথার ওপর ক্রমশ মেঘেদের আনাগোনা
মাথা নত করে নিয়েছে সভ্যতা-
যেন প্রলয় আসার সময় হয়েছে!
ক্রমশ অন্ধকার হয়ে আসছে অন্ধকার-
যাদের আলো আছে; তারা আলো জ্বালিয়ে নিশ্চিন্ত।
আর যাদের আলো নেই;
যারা আলো আনতে পাড়ি দিয়েছে
দূরে, দেশ-বিদেশে-
তাদেরও কেউ খবর দিয়েছে
প্রলয়ের খবর শুনে-
তাদের বুভুক্ষ বুকে খরা এসেছে,
চোখে ভেসে উঠেছে আকণ্ঠ মৃত্যু।
তবুও তারা শেষবারের মতো মিলতে চেয়েছে
কেউ সহধর্মিনীর সাথে,কেউ বা প্রেমিকার সাথে
তাই তারা পাড়ি দিয়েছে-
দিল্লি থেকে বিহার, কেরল থেকে বঙ্গে
পুনে থেকে ঝাড়খণ্ড, গুজরাট থেকে উত্তরপ্রদেশের অঙ্গে।

------------------------

শুভজিৎ দে
গ্রাম - শাশপুর
জেলা - বাঁকুড়া
Whatsapp Number -9091709626

No comments:

Post a Comment