কবিতা : সৌরভ মান্না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা : সৌরভ মান্না






শান্ত হও-শান্ত হও


শান্ত হও-শান্ত হও-
বিনা রক্তপানেও,
রক্তের স্বাদ পেয়ে চলেছি।
আগামীর আলো খুঁজে পাইনা-
অন্ধকারের ঘেরাটোপে
অস্থায়ী জীবনটা
হাতড়ে মরছে দু-বেলা!
তিলমাত্র মুক্তির আস্বাদও,
এই চৌচির হৃদয় স্পর্শ করেনা।
কত-শত লড়াই,অবিরত লড়াই-
কতই না ভিন্ন রূপ তাদের,
অস্তিত্বের সংগ্রামে জং ধরে যায়
তবু,বাঁচার মোহ
মৃত্যুকে তুচ্ছ করে!
শান্ত হও-শান্ত হও -
এইবার কিছুটা সময়
বিজয়ের গল্প রচনা হোক-
বিরহের কাঁটাতার ছিন্ন করে
অমর মিলনের রাঙা আকাশ
ফুটে উঠুক;
শান্ত হও -শান্ত হও -
আর কিছুটা সময়, না হয়
চোখ বুজে থাকি।

================




sourav manna
address:vill-raynagar,po-amardaha,ps-bagnan,dist-howrah,pin-711312
mobile-8017769776

No comments:

Post a Comment