কবিতা।। সোমা কর্মকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা।। সোমা কর্মকার



।।প্রকৃতির প্রতিশোধ।।


আমাদের কৃত অন্যায়ের সঠিক বিচারের নালিশে ও
তিলে তিলে সবকিছুর প্রতিশোধ নেওয়ার তাগিদে,
শান্তশিষ্ট শস্যশ্যামলা প্রকৃতি হয়েছে ক্ষুদ্ধ আজিকে।
পৃথিবী আজ পৌঁছে গেছে সমস্ত ধ্বংসের শেষপ্রান্তে।
পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েও শুধু মিথ্যে অহমিকায় ও
পৈশাচিক লালসা পূরণের লোভে সব জেনে বুঝেও,
অকারনে কেবল ক্ষমতার অপব্যবহার করছে যারা!
অভুক্ত অসহায় মানুষের পেটে লাথিও মেরেছে তারা।
অচিরেই নিরীহ পশুপাখী ও গাছপালা ধংস করছে!
শতশত নিরীহ নারীকে করেছে নিথর, বিবস্ত্র, প্রাণহীন।
আবাল থেকে বৃদ্ধা বনিতা কেউই তাতে বাদ যায়নি।
বোধহয় এবার পূর্ণ হয়েছে তাদের সব পাপের ঘড়া।
এবার বুঝি শুধু বিচার এবং প্রতিশোধ নেবার পালা।
ভুলে গেছো নাকি সেইসব নির্মম নাশকতার কথা??
হিসেব কী রেখেছো কিছু, বলো সেইসব নৃশংসতার?
তুমি আমি গুনতি করলে হয়তো বা ভুল হবে ঢের, 
হিসেবটা খুবই লম্বাচওড়া, গুনতি করলে হবে প্রচুর।
আড়াল থেকে একজন হিসাব রাখছে এসব কিছুর।
রাজা থেকে শুরু করে তুমি আমি যেই হই না কেন, 
ইচ্ছাকৃত করা ভুলে কারোরই কোনো নিস্তার নেই।
কড়ায় গন্ডায় সুদে আসলে গুনতে হবে যে মাসুল।
ভাবছো! এজন্মে আবার বিচারের কী হবে উসুল?
ওসব বাজে কথা। জন্ম টন্ম বলে হয়না যে কিছুই।
এজন্মের কৃতকর্মের ফলভোগ করতে হবে এজন্মেই।
আমারা যে বড্ড বোকা, তাই বুঝে উঠতে ভুল হয়।।

==============


-সোমা কর্মকার
বানীপুর পূর্ব পাড়া 
পোস্ট - বানীপুর
থানা - হাবড়া
উত্তর ২৪ পরগনা



No comments:

Post a Comment