স্বজন হওয়ার ব্রত
সম্পর্কগুলো প্রয়োজনের তরে
যাচ্ছে বদলে হরিণ গতি ছুটি
বাদলা দিনে ঈশান আকাশেতে
মেঘমালায় শ্রাবণের ভ্রুকুটি
জোনাকি কী সুখে দেয় আলো
অন্ধকারে শুধে কী তার ঋণ
আনন্দে জোয়ার ওঠে বাটে
মুখ না মুখোশ বিপদে চিনে নিন।
শ্রাবণের মেঘলা আকাশ জুড়ে
বারিধারা ঝরুক অবিরত
নিই সকলে আবার এই ক্ষণে
দ্বেষ ভুলি স্বজন হওয়ার ব্রত।
-:-
রিঞ্জক
ফরাক্কা, মুর্শিদাবাদ
৯০৬৪৩৭৮৮৫২
No comments:
Post a Comment