প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ঐ চেয়ে দেখ অমল দিগন্ত জুড়ে পড়ে আছে ফিনিশিং পয়েন্ট
শত হতাশা পিছনে ঠেলে আরেকটু ছুটতে পারলেই আমরা জিতে যাবো, আমাদের জিততে হবে অমল
দুঃখিনী মায়ের মুখটা মনে করে সাহসে বুক বেঁধে নে
ভোর রাত থেকে সন্ধ্যে পর্যন্ত ঐ দেখ অন্ধকারে এঁটো কল তলায় একটা শীর্ণ ছায়া কেমন পরম মমতায় গুছিয়ে নিচ্ছে সংসার
অভুক্ত কাঁপা কাঁপা হাতে সেলাই করে চলেছে আমাদের দৈন্যতা
দিন মজুরের ভিড়ে ঐ চেয়ে দেখ একজন রুগ্ন পিতা প্রাণপণ কোদাল চালাচ্ছে, যেন মাটির নীচে খুঁজে চলেছে এক কাঙ্খিত ভবিষ্যৎ
যারা স্বপ্ন দেখে তাদের থেমে যেতে নেই অমল
একবার শেষ সীমা ছুঁতে পারলেই মাটি ফুঁড়ে উঠে আসবে গগনচুম্বী সিঁড়ি
আমরা হাত ধরাধরি করে আলোর দিকে হাঁটবো
আরেকটু জোরে ছোট অমল
দুর্গম পথ পেরিয়ে ঐ চেয়ে দেখ দিগন্ত জুড়ে পড়ে আছে ফিনিশিং পয়েন্ট।
Sambhu Sarkar
Chakdaha, Nadia
Mobile 9126434148
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন