Featured Post
মুক্তগদ্য : সঞ্জীব সেন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
লকডাউন কিম্বা মার্কেজের বাস্তুসাপ
লকডাউনে কতজন কতকিছু করে ফেলল= আমার কিছু করা হল না =কেউ কেউ রান্না করতে শিখে গেল= কেউ কবিতা, গল্প এমনকি দুএকটা একটা উপন্যাসও লিখে ফেলল = কেউ আবার ফেসবুক লাইভে পছন্দের কবিতা পাঠ করল = কেউ করোনার দিনগুলো কেমন দুঃসহ কাটছে জানিয়ে দিল = পরকীয়ায় কোন সংসার ভাঙল =আবার জোড়াও লাগল=কেউ কোড আনকোড ভাইরাল হওয়ার জন্য বাঘাকে (পড়ুন স্ট্রিটডগ) কে ঘরে এনে তুলল= কেউ দুধ হলুদ খাওয়ার পরামর্শ দিল= কেউ ডালগনা কফি খেয়ে কলম্বাসের মত এমেরিকা বলে পাড়ামাত করল । কেউ চাকরি খোয়াল কেউ আবার জীবিকা পাল্টে ফেলল= কেউ গেল ডিপ্রেসনে= আবার কোন পাড়ার ফুল বৌদি কত ঝাড়ফুঁক তাবিজ শিকড় মানত করেও ফুলদাকে আঁটকাটে পারল না তখন লকডাউন তাই করে দেখাল = এখন ফুল দা রান্না করে ফুলবৌদিকে বলছে "দেখ তো নুন ঠিক আছে কিনা, ভাবা যায় = কতজন কতকিছু করে ফেলল আমার কিছু করা হয় না= অন্তত একটা পারফেক্ট অণুগল্প কিম্বা মার্কেজের বাস্তুসাপ লিখতে পারতাম= শুনেছি,বাস্তুসাপ গৃহস্থর কোন ক্ষতি করে না!= তবু কতটা আস্থা রাখা যায় ভাবতে ভারতে বিকেল হয়ে গেল = তবু আমার কিছুই করা হলনা = আমিও রুদ্রনীলের মত মনে মনে বলি আমি একজন মধ্যবিত্ত কবি= সাথে পাচে জড়াই না = ফেসবুক লাইফে আসিনা =সকাল বিকেল ব্যালকনীতে এসে দাঁড়াই = চায়ের দোকানে আড্ডা দিইনা =তাই তর্কেও জড়াই না= রাতে সুমনের আড্ডা দেখি তখনই আমার সব প্রতিবাদ ঝরে পরে =ভাবি লাদাখ থেকে পাড়ার গলি কতজন কতকিছু করছে = আমি যদি পারতেম অন্তত একটা পারফেক্ট অণুগল্প লিখতে ।
সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
পোস্ট পানিহাটী
কলকাতা114
7980188285
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন