Featured Post
নিবন্ধ ।। বিদ্রোহী কবি নজরুল ইসলাম ।। সুজয় সাহা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বিদ্রোহী কবি নজরুল ইসলাম
সুজয় সাহা
কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভার নাম। কবিতা, নাটক, উপন্যাস ও সংগীত সহ সাহিত্যের প্রায় সব ক্ষেত্রে ছিল তার অসাধারণ প্রতিভার স্বাক্ষর ও অবাধ বিচরণ। তিনি নিজে গান লিখতেন এবং সেই গানে সুর দিতেন নিজেই। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। এবং অধিকার আদায়ে নানা আন্দোলন করেছেন। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের অবস্থান ছিল বলে তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত চুরুলিয়া গ্ৰামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা বেগম। নজরুলের ছেলেবেলার নাম ছিল দুখু মিয়া। সেই দুখু মিয়াই বর্তমানে আমাদের জানা নজরুল ইসলাম যিনি রবীন্দ্রনাথের পর বঙ্গ মহাদেশের সবথেকে বড়ো কবি।
কাজী হচ্ছে নজরুলের বংশের উপাধি। তিনি ছোটোবেলা থেকেই ইসলামিক চিন্তাধারার সঙ্গে বেড়ে উঠেছেন। বাল্যকালে তিনি নিকটস্থ মক্তব থেকে শিক্ষাজীবন শুরু করেন। তিনি বাংলা ও আরবি ভাষার পাশাপাশি স্থানীয় শিক্ষাকেন্দ্র থেকে ফারসি ভাষাও রপ্ত করতে শুরু করেন।
ছোটবেলা থেকেই নজরুল খুব দুরন্ত ছিলেন। বিদ্যালয়ের বাধাধরা নিয়ম ভালো না লাগায় তিনি হঠাৎ করে বিদ্যালয় থেকে উধাও হয়ে যান।
এরপর তিনি লেটোর দলে যোগদান করেন। সেখানে পালা গান, জারি গান, মূর্শিদ গান ইত্যাদি পরিবেশিত হতো। নজরুল নিজ প্রতিভাবলে সেই দলের প্রধান নির্বাচিত হন। সেখানে থাকাকালীন তিনি বিভিন্ন গান লিখে অসামান্য দক্ষতার প্রমাণ দেন।
১৯২২সালে রচিত বিদ্রোহী কবিতা তাকে বিদ্রোহী কবি হিসেবে সাহিত্যে অমর করে রেখেছে।
নজরুল ইসলাম অসংখ্য গান গজল কবিতা উপন্যাস রচনা করেছেন। সেগুলো হলো–"বিষের বাঁশি", "অগ্নিবীণা", "ফণীমনসা", "ভাঙার গান", "সাম্যবাদী"প্রভৃতি।
নাম:সুজয় সাহা
162/a 3no.natungram rishra Hooghly
Post:morepukur
Contact:6291860346/6291582238
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন