Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

গল্প ।। কৃষ্ণনগর লোকালে নজরুল ।। সিরাজুল ইসলাম ঢালী

       কৃষ্ণনগর লোকালে নজরুল

          সিরাজুল ইসলাম ঢালী


           শ্রী ধনঞ্জয় চক্রবর্তী সপরিবারে রবিবারের ছুটিতে মায়াপুরে ইসকন মন্দির যাচ্ছেন । বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দমদম জংশন ষ্টেশনে হাজির হলেন । সকাল ন'টা দশের আপ কৃষ্ণনগর লোকাল দমদম জংশন ষ্টেশনে এসে থামল । ট্রেন থামতেই তিনি সব্বাইকে নিয়ে ট্রেনে উঠে পড়লেন । ক্রমশ: ট্রেন চলতে শুরু করল । বলা বাহুল্য, নিত‍্যদিনের মত হকারদের দৌরাত্ম্য সেদিন রবিবার থাকায় কমই ছিল । তখন এক ভদ্র মহিলা ট্রেনযাত্রীদের ঠিক মাঝখানে এসে উপস্থিত হলেন । পরণে হলদে শাড়ি । মাথায় হাল্কা হলদে শাড়ির মত ম‍্যাচিং করা ওড়না । লাজুক লাজুক মনে হলেও তিনি মোটেও লাজুক নন ! এক কথায় ষাটের উর্ধ্বে বয়স তো হবেই, কম বলে কেউ ভাবতেই পারবেন না । সে যাইহোক, হঠাৎ তিনি কথা বলতে শুরু করলেন,
... আমি নিত‍্যদিনের মত আজও আপনাদের সামনে হাজির হয়েছি, এখন আমি একটা কবিতা আবৃত্তি করছি । বলে রাখছি, আমি আবৃত্তি শিল্পী নই, তবু আবৃত্তি করতে চেষ্টা করছি । ভুলত্রুটি ক্ষমা করবেন । আবৃত্তি করেই আমার সংসার চালাতে হয়, আর আপনাদের সাহায্যেই আমার জীবন জীবিকা । ভালো লাগলে দু'দশ টাকা সহযোগিতা করবেন । অনুরোধ । সময় নষ্ট করতে চাই না । টাইম ইজ মানি । শুরু করছি...।    
            অবাক কান্ড ! নিত্য যাত্রীদের মধ্যে ইতিমধ্যে চিৎকার চেঁচামেচি প্রায় বন্ধ হয়ে গেল, সমস্ত যাত্রীরা ভদ্র মহিলাকে নিষ্পলকে দেখছেন । তিনিও মুখ খুললেন,
.... বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী'...।
" বল বীর-
বল উন্নত মম শির !"
          তিনি দীর্ঘ 'বিদ্রোহী' কবিতা সম্পূর্ণ শেষ করে যখন থামলেন, তখন সমস্ত যাত্রীরা এক সঙ্গে সশব্দে করতালি দিয়ে উঠলেন । করতালি চলছে তো চলছেই । থামছেই না । থামবে কেন ? সচারাচার এমন সুন্দর আবৃত্তি তো দেখাই যায় না, শোনাই যায় না উৎসব অনুষ্ঠানে । খোলা মেজাজের দিলদরিয়া গলা । আ ! অপূর্ব ! অসাধারণ ! চমৎকার ! যাত্রীদের করতালি যখন থামল তখন ভদ্র মহিলা দশ টাকা, বিশ টাকা, আর পঞ্চাশ টাকার নোট যেন নিয়েই পারছেন না । যোগ‍্য আবৃত্তিকারকে টাকাপয়সা দিয়ে যাত্রীরা যেমন ধন‍্য, তেমনি মিষ্টার চক্রবর্তীও হতবাক্ । তিনি বলে উঠলেন,
... মাসিমা, আপনি অনেক বড় মাপের আবৃত্তি শিল্পী, সত‍্যিই অনেক বড়...। আপনার ফোন নম্বরটা যদি দিতেন...। তৎক্ষণাৎ উত্তরে তিনি বললেন, আমার কোন ফোন নম্বর নেই বাবা । আমাকে সব্বাই চেনেন, নাম নাসরিন সুলতানা । আসছি...। তার পরে, আসন্ন ষ্টেশন ব‍্যারাকপুরে তিনি নেমে গেলেন । তখন মিষ্টার চক্রবর্তী মনে মনে বলে উঠলেন, কি আশ্চর্য পৃথিবী...।



Sirajul Islam Dhali
Purbayan,
Subhasgram,
Sonarpur,
Kolkata -700147
West Bengal
India 




মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক