কৃষ্ণনগর লোকালে নজরুল
সিরাজুল ইসলাম ঢালী
শ্রী ধনঞ্জয় চক্রবর্তী সপরিবারে রবিবারের ছুটিতে মায়াপুরে ইসকন মন্দির যাচ্ছেন । বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দমদম জংশন ষ্টেশনে হাজির হলেন । সকাল ন'টা দশের আপ কৃষ্ণনগর লোকাল দমদম জংশন ষ্টেশনে এসে থামল । ট্রেন থামতেই তিনি সব্বাইকে নিয়ে ট্রেনে উঠে পড়লেন । ক্রমশ: ট্রেন চলতে শুরু করল । বলা বাহুল্য, নিত্যদিনের মত হকারদের দৌরাত্ম্য সেদিন রবিবার থাকায় কমই ছিল । তখন এক ভদ্র মহিলা ট্রেনযাত্রীদের ঠিক মাঝখানে এসে উপস্থিত হলেন । পরণে হলদে শাড়ি । মাথায় হাল্কা হলদে শাড়ির মত ম্যাচিং করা ওড়না । লাজুক লাজুক মনে হলেও তিনি মোটেও লাজুক নন ! এক কথায় ষাটের উর্ধ্বে বয়স তো হবেই, কম বলে কেউ ভাবতেই পারবেন না । সে যাইহোক, হঠাৎ তিনি কথা বলতে শুরু করলেন,
... আমি নিত্যদিনের মত আজও আপনাদের সামনে হাজির হয়েছি, এখন আমি একটা কবিতা আবৃত্তি করছি । বলে রাখছি, আমি আবৃত্তি শিল্পী নই, তবু আবৃত্তি করতে চেষ্টা করছি । ভুলত্রুটি ক্ষমা করবেন । আবৃত্তি করেই আমার সংসার চালাতে হয়, আর আপনাদের সাহায্যেই আমার জীবন জীবিকা । ভালো লাগলে দু'দশ টাকা সহযোগিতা করবেন । অনুরোধ । সময় নষ্ট করতে চাই না । টাইম ইজ মানি । শুরু করছি...।
অবাক কান্ড ! নিত্য যাত্রীদের মধ্যে ইতিমধ্যে চিৎকার চেঁচামেচি প্রায় বন্ধ হয়ে গেল, সমস্ত যাত্রীরা ভদ্র মহিলাকে নিষ্পলকে দেখছেন । তিনিও মুখ খুললেন,
.... বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী'...।
" বল বীর-
বল উন্নত মম শির !"
তিনি দীর্ঘ 'বিদ্রোহী' কবিতা সম্পূর্ণ শেষ করে যখন থামলেন, তখন সমস্ত যাত্রীরা এক সঙ্গে সশব্দে করতালি দিয়ে উঠলেন । করতালি চলছে তো চলছেই । থামছেই না । থামবে কেন ? সচারাচার এমন সুন্দর আবৃত্তি তো দেখাই যায় না, শোনাই যায় না উৎসব অনুষ্ঠানে । খোলা মেজাজের দিলদরিয়া গলা । আ ! অপূর্ব ! অসাধারণ ! চমৎকার ! যাত্রীদের করতালি যখন থামল তখন ভদ্র মহিলা দশ টাকা, বিশ টাকা, আর পঞ্চাশ টাকার নোট যেন নিয়েই পারছেন না । যোগ্য আবৃত্তিকারকে টাকাপয়সা দিয়ে যাত্রীরা যেমন ধন্য, তেমনি মিষ্টার চক্রবর্তীও হতবাক্ । তিনি বলে উঠলেন,
... মাসিমা, আপনি অনেক বড় মাপের আবৃত্তি শিল্পী, সত্যিই অনেক বড়...। আপনার ফোন নম্বরটা যদি দিতেন...। তৎক্ষণাৎ উত্তরে তিনি বললেন, আমার কোন ফোন নম্বর নেই বাবা । আমাকে সব্বাই চেনেন, নাম নাসরিন সুলতানা । আসছি...। তার পরে, আসন্ন ষ্টেশন ব্যারাকপুরে তিনি নেমে গেলেন । তখন মিষ্টার চক্রবর্তী মনে মনে বলে উঠলেন, কি আশ্চর্য পৃথিবী...।
Sirajul Islam Dhali
Purbayan,
Subhasgram,
Sonarpur,
Kolkata -700147
West Bengal
India
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন