Featured Post
কবিতা ॥ জ্যৈষ্ঠ মাস এলেই ॥ গোবিন্দ মোদক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জ্যৈষ্ঠ মাস এলেই ,,,
গোবিন্দ মোদক
জ্যৈষ্ঠ মাসটা এসে গেলেই মনে পড়ে যাঁর কথা,
যাঁর কলমে বেজে ওঠে "বিষের বাঁশি"র ব্যথা;
জন্ম যাঁর এগারোই জ্যৈষ্ঠ চুরুলিয়া নামক গ্রামে
সেই দুখু মিঞাকে জানি আমরা নজরুল নামে।
যাঁর কলমে থাকত ভরা যতো বিদ্রোহেরই কালি
জাতের নামে বজ্জাতি সব জাত-জুয়াচোর খালি;
তাইতো যিনি কলম চালান ভুলে জাত-কুল-মান,
বলেন- "একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান"!
সৈনিকেরই জীবন যে তাঁর, কলম যে তার সাথি
ধূমকেতুর-ই মতোন তিনি জ্বলেন দিবা-রাতি;
বিদ্রোহী তিনি, বিপ্লবী তিনি চির উন্নত যাঁর শির,
শোষণ বেনিয়ম অন্যায়ের বিরুদ্ধে মৃত্যুঞ্জয়ী বীর।
যাঁর অগ্নিবীণা আজও বাজে প্রলয়শিখা হয়ে
সাম্যবাদী সর্বহারা বঞ্চিত আসে বার্তা বয়ে;
"কারার ঐ লৌহ কপাট" ভাঙবে তরুণ দল,
বিদ্রোহেরই ধ্বজা বয়ে ছিলেন চির অবিচল।
তবু জাতের নামে বজ্জাতি আজও চলে হায়
দুই বাংলা খুঁজে চলে নজরুল আজ কোথায়;
কোথায় তাঁর সেই "রণতূর্য" – খুঁজে যে না পাই
বিদ্রোহের-ই কবি তুমি তোমাকে প্রণাম জানাই!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
গোবিন্দ মোদক।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন