Featured Post
কবিতা ।। নক্ষত্র হয়ে জ্বলবে তুমি ।। প্রহ্লাদ কুমার প্রভাস (pk)
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নক্ষত্র হয়ে জ্বলবে তুমি
প্রহ্লাদ কুমার প্রভাস
তুমি বিদ্রোহী, ছিলে সত্যের নৌকায় আরোহী শত বাধায় হওনি কখনও রুদ্ধ।
তুমি নির্ভীক, দেখিয়েছো আলোর দিক তব কবিতায় ধরণী করেছো শুদ্ধ।।
তুমি দুর্নিবার, বাঁধা পেয়ে বারেবার তবুও ছাড়োনি সত্যের পথ।
তুমি সৈনিক ধর্ম যুদ্ধে, আজীবন লড়ে শত্রুর বিরুদ্ধে অবশেষে চড়েছো জয়রথ।
তুমি সাম্যের বাহক, রণে সত্যের ধারক হাজার যুবকের অণুপ্রেরণা।
একই বৃন্তে দুটি ফুল আর পুরুষ তোমারই চোখে সমান সবাই পৃথক তুমি ভাবো না।।
গেয়েছো তুমি রণ গীত, কত শ্যামা সঙ্গীত করতে কোন জাতিভেদ।
ছিল না ধর্মের কোন হিংসা, ক্ষমতার লালসা মনে ছিল শুধু সত্যের জেদ।।
শত জেল, জুলুম করে সহ্য, সত্যের পথে না হারিয়ে ধৈর্য রেখে গেলে ওগো কবি অমর স্মৃতি।
কোটি বাঙালি আজীবন করবে স্মরণ তোমার সেই সত্য প্রীতি।।
জ্বলবে তুমি প্রদীপ হয়ে, কোটি বাঙালির হৃদয়ে শ্রদ্ধাভরে কৃত্তি তোমার করবে স্মরণ।
উজ্জল নক্ষত্রের ন্যায়, বাঙালির মন আঙ্গিনায় জ্বলবে তুমি আজীবন।
প্রহ্লাদ কুমার দাশ
মাতা- পুতুল রানী দাশ
জেলা- সাতক্ষীরা
থানা - আশাশুনি
গ্রাম- বল্লভপুর
বর্তমান শিক্ষা প্রতিষ্টান- সাতক্ষীরা সরকারি কলেজ ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স ( অর্নাস প্রথম বর্ষ)
পেশা- আপাত স্টুডেন্ট
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন