Featured Post
কবিতা ।। দর্শক ।। সুমা গোস্বামী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
দর্শক
সুমা গোস্বামী
ছায়াঢাকা শুড়িপথের বাঁকে
যে ঘাসজমিটা বেগনি রঙের ফুলের বাগান ,
সেখানে একটা হলুদ কাঠের বাড়ির
নিচের তলার চোর কুঠুরির তোরঙ্গে
লুকিয়ে রেখেছি তোমার-আমার কথাগুলো ।
কোনো এক শিশির ভেজা সকালবেলা
পাহাড়ী ঝোড়ায় পা ডুবিয়ে
ঠান্ডা জলের ঝাপট দিই ওদের চোখেমুখে ,
শিরশির করে কেঁপে ওঠে
তোমার-কথাগুলো ।
যে দিনটাতে আমি মেঘের পাশে বসে গল্প করি ,
সবুজ গাছের পাতায় কবিতা লিখে চলি ,
সেই দিনটাতেই অযত্ন আলস্যের ছোঁয়া পায়
তোমার-আমার কথাগুলো ।
সমস্ত দায়িত্ব-কর্তব্যের ছুটির পর ,
হলুদ কাঠের বাড়ির ব্যালকনির বেতের চেয়ারে ,
কনেদেখা আলোয়
নায়ক-নায়িকার সংলাপে
মুখোমুখি বসে তোমার-আমার কথাগুলো ,
আর আমি তখন
পাহাড়ি চায়ের কাপে চুমুক দেওয়া
নিঃসঙ্গ গ্যালারির দর্শক ।
===============
Suma Mitra
Vivekananda Road
New Barrackpore
Dist :- 24 pgs ( n )
West Bengal
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন