কবিতা ।। সময়ের সহবাস ।। আবদুস সালাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। সময়ের সহবাস ।। আবদুস সালাম

সময়ের সহবাস

আবদুস সালাম


 সময়ের শরীরে দুরারোগ্য অসুখ
 কিলবিল করছে হাহাকারের পোকা
 ঠান্ডা হয়ে আসছে  উদ্বাস্তু কলোনির রক্ত সাদা খাতায় লিখে দিলাম দুপুরের রোদ

 জিজ্ঞাসা চিহ্ন আঁকা আছে ভালোবাসার দুয়ারে
 দুমড়ে মুচড়ে যাওয়া সময়ে রূপায়িত হয়  জীবনবোধের নিস্তব্ধতা ; ক্ষতবিক্ষত হই

 মলম লাগানোর মানুষ কই?
 হাহাকার করে দারিদ্র্যরেখা
 সে
 উত্তরণহীন হিংসুটে নৈরাশ্যে জন্ম দেয়   মায়াময় ক্লান্তির বিক্রিয়া
 নিষ্ফলা মেধাবী কাফনে মোড়ানো হয় বিধ্বস্ত অহংকার
 সময়ের  আই ডি  আছে ,পাশ ওয়ার্ড নেই
 ঝরণার সঙ্গীত মুছে দেয় পাগলের পাগলামী 
 অস্পৃশ্য কল্পনা  প্রসব করে মৃত সময় 

 মহাকাল পাগলের সাথে  সহবাসে হয় মত্ত
 আমরা চেয়ে চেয়ে দেখি

###

No comments:

Post a Comment