এবার যদি
(মার্টিন নীম্যোলার একটি উদ্ধৃতি অবলম্বনে )
রণেশ রায়
যখন ওরা এসেছিল
সাম্যবাদীদের গুলি করে মারতে,
আমি নীরব সমর্থন জানিয়েছিলাম -----
যদিও আমার বুকে সাম্যবাদী ছাপ্পা ।
যখন ওরা আক্রমণ হেনেছিল
নাস্তিক বলে ধরে নিয়ে গিয়েছিল জেলে ওদের,
আমি একটাও কথা বলিনি
কারণ আমি তো নাস্তিক নই, ঘোর আস্তিক।।
যখন ওরা লুঠ করেছিল,
লুঠে নিয়েছিল চাষীর ফসল,
তখন আমি জানলা দিয়ে দেখেছি মাত্র
কারণ আমি মধ্যবিত্ত আমি তো আর চাষা নই।
যখন ওরা কারখানা গেটে ধর্মঘট ভাঙ্গে,
গুলি চালায় শ্রমিক জমায়েতে,
আমি পালিয়েছিলাম আপিস ঘরে
কারণ আমি তো শ্রমিক নই
আমি এক পাতি অফিস কর্মী ।।
যখন ওরা ঝাঁপিয়ে পড়েছিল মেয়েটির ওপর,
ওকে অবাধে ধর্ষণ করেছিল,
নীরব দর্শক তখন আমি
কারণ আমি তো পুরুষ, মেয়ে নই ।
ওরা যখন অহিন্দুদের ওপর অত্যাচার নামিয়েছিল,
ঘরছাড়া করেছিল তাদের,
আমি কিচ্ছুটি বলিনি, মনে মনে উপভোগ করেছি
কারণ আমি তো নই অহিন্দু ম্লেচ্ছ।।
সব শেষে ওরা যখন
আমার ওপর আক্রমণ হানে
বেনিয়ার সাজে, হিন্দু বলে,
কাউকে দেখি না আমার পাশে
সব যেন থম মেরে যায়
আমি পায়ে পরেও পাইনে পার।
অথচ আমি একজন খাঁটি -----।।
তবু মনে রেখ, এবার যদি ওরা আসে
খুন লুঠ ধর্ষনের খ্যাতি নিয়ে,
আর ভুল নয়, প্রতিরোধ এবার
একজোট আমরা, প্রস্তুত সবে, শপথ আমাদের ।
No comments:
Post a Comment