কবিতা ।। ভুলে নাকি ।। প্রশান্ত কুমার মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। ভুলে নাকি ।। প্রশান্ত কুমার মন্ডল

ভুলে নাকি

প্রশান্ত কুমার মন্ডল 



দিন চলে যায়, উঠে বসি নৌকায়
তবু পাড়ি দেয় দিন কাল ধরে

সত্য ভাষণ, মিথ্যে ভাষণ হাওয়ায় 
ঘর ভাঙে, মেয়েটি পড়তে গিয়ে আর
বাড়ি ফেরে না।মা কেঁদে কেঁদে স্থবির
দিন যা ছিল সেই আগের মতো
পতাকা ওড়ে,হয়ত বা রঙ পালটায়
সময় বলে দেয়। তুমি কেমন!

বাহুতে জোর থাকলে সব নেওয়া যায়
তুমি আমি সব তুচ্ছ, ঘাসের মতো
 অসহায়।কখনো গলাটিপে,কখনো
পায়ে দলে যেতে পারে নিদ্বিধায়
প্রতিশ্রুতি ভাঙাঘরে  গড়াগড়ি

এদিন আমার নয়,আমি আমার নই
এক নির্দেশে পায়ে চলি। ভুল নাকি ঠিক
কোন নৌকায় আমরা জানি না।

============

প্রশান্ত কুমার মন্ডল,  ১নং দিঘীরপাড়, পোষ্ট: ক্যানিংটাউন 
জেলা: দক্ষিণ ২৪পরগনা, পিন: ৭৪৩৩২৯
পশ্চিমবঙ্গ ।

No comments:

Post a Comment