কবিতা ।। ভালো মানুষ ।। প্রনীল মাধব - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। ভালো মানুষ ।। প্রনীল মাধব


ভালো মানুষ

প্রনীল মাধব


ভালো মানুষ পাব কোথায়
মন্দত্বের ভিড়ে
শুষ্ক ধানের খই-এর মাঝে
পাবো কি আর চিড়ে।

কিসের দ্বারা চিনব আমি
মানদন্ডই কিবা
আতঙ্কে আজ মুখ বন্ধ
মূকাভিনয় বোবা।

কোনটা আসল কোনটা নকল
বুঝবো কেমন করে
জহুরীও হার মেনে নেয়
ডায়মন্ড না হীরে ?

অন্ধের মত বিশ্বাস করা
নিজেরই অপমান
দুর্বৃত্তরা কড়া নাড়ে তাই
হয়ে যায় শয়তান।

তোমার সামনে হাসি মুখে কয়
পশ্চাদে করে ক্ষতি
ভালো মানুষের মুখোশ পরে
মানবিকতার ইতি।
নিরীহ মানুষ মুখ বুজে সয়
ব্যথা বেদনা শাস্তি
স্বাধীনতা শেকল পরানো
অঝোরে কাঁদে বস্তি।

ডাক্তার বাবু হয়েছে ডাকাত
অস্ত্রোপচার নিছক
হসপিটাল তো কসাইখানা
গরিবিদের শোষক ।

কর্পোরেট জগৎগুলো
পুঁজিবাদীর রাজ
লোক ঠকানো নীতি নিয়ে
হরেক রকম সাজ।
সভ্য সমাজ লুপ্তপ্রায়
অসভ্যতায় বন্য
ঘৃণ্যতায় ধৃষ্টতা
ব্যবহারিক দৈন্য ।

রাসায়নিক মিষ্টি বেচা
ময়রা বেটা  পাজি।
সবজিওয়ালা টাটকা রাখে
সবেতেই কারসাজি।
ভেজাল শিক্ষা ভরে উঠেছে
শিক্ষাঙ্গন কক্ষ
শিক্ষাদাতা বিক্রিত
অর্থ নেশায় যক্ষ।

বিচারকের  চক্ষুদ্বয় 
সর্বক্ষণ বাঁধা 
প্রশাসনিক প্রধানমাথা
কালোটাকায় সাদা।
ঠিকেদারদের নগ্ন নাচ 
নেতার মাথায় ছাতা
আজগুবি সব হিসেব কষে
গল্প শোনায় তোতা।

দেশবিরোধী পাষণ্ডরা
জনগণের পতি
গণ্যমান্য ব্যক্তিবর্গ
দেশের দুর্গতি।
মন্ত্রী করে স্বজন পোষণ
নিজের অধিকার
বল প্রয়োগ ছলচাতুরী
দুনিয়া ছারখার।

প্রজাতন্ত্র গণতন্ত্র 
সংবিধানই সার
ভালো মানুষের বড্ড অভাব
কেউ নই ভদ্র আর।
অজ গ্রামের সরল মামা
সততার এক নাম
এদের জন্য মনুষ্যত্ব
হয়নি বদনাম।

No comments:

Post a Comment