কবিতা ।। ধর্ম কথা ।। বিশ্বজিৎ কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। ধর্ম কথা ।। বিশ্বজিৎ কর


ধর্মকথা 

বিশ্বজিৎ কর 

=============

ধর্ম চায় না হানাহানি, 
ধর্ম চায় মিলন -
ধর্ম চায় না রেষারেষি, 
ধর্ম জীবনের স্পন্দন! 
ধর্ম জাগায় মানবিকতা, 
ধর্ম জীবনদর্শন -
ধর্ম সত্যের প্রতিফলন, 
ধর্ম মধুর শিহরণ! 
উস্কানিতে ধর্ম ধীর, 
প্ররোচনায় অবিচল -
দাঙ্গাবাজ সব হুঁশিয়ার, 
একতাই মোদের সম্বল!

*********//*


No comments:

Post a Comment