Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গল্প ।। অমল আলোয় ।। বিজয়া মিশ্র

অমল আলোয়

বিজয়া মিশ্র


আমরা পাঁচ বন্ধু অফিস ফেরত বেরোলাম পুজোর মার্কেটিং করতে। আমরা মূলত শাড়ি, সালোয়ার কেনার জন্যই বেরোলাম। সাহানা বড্ড হুজুগে।একের পর এক দোকানে গিয়ে ঢুকছে। কিছুক্ষণ যেতে না যেতেই ওর দুটো হাত প্রায় ভ'রে গেল।ড্রাইভারকে দিয়ে আবারও কিনলো অনেককিছু। আমরা একটু অবাক,পয়সা থাকলেই অপব্যায় করতে হবে নাকি। কেবলই ছোটদের শোরুমে গিয়ে মেয়েদের জুতো, জামা, শালোয়ার, টপ কিনছিল সঙ্গে কয়েকটা শার্ট,শাড়ি-বাপরে! যতদূর জানি ওর বিয়েটা কী কারণে যেন ভেঙে গিয়েছিল, মায়ের সঙ্গে থাকে, তবু এত কেনাকাটা...! আজ ও আমাদের কয়েকজনকে নেমন্তন্ন করেছে।বেশ কিছুদূর গিয়ে ড্রাইভার একজায়গায় গাড়ি থামাতেই সাহানা আমাদের নামতে বলল। একটি বারান্দা ঘেরা সুন্দর বাড়ি, নাম "কুঁড়িদের খেলাঘর।"সামনেই মঞ্চ বাঁধা। বাৎসরিক সাংস্কৃতিক ও সম্বর্ধনা অনুষ্ঠান। ছোট্ট ছিমছাম আয়োজন। পেছনে একটি চারতলা বাড়ি।কলিংবেল দিতেই দারোয়ান দরজা খুলে স্বাগত জানালো। ভেতরে গিয়ে আমরা হতবাক। ছিমছাম,পরিপাটি।বুঝতে পারছি সাহানার নিজের বাড়ি নয়, চারিদিক ছোটদের জন্য সাজানো বিছানা,ডেক্স,আলনা, লেখাপড়ার উপকরণ। দেওয়ালে অপটু হাতে গাঢ় রঙের ছবি-পশুপাখি,জঙ্গল,নদী,পাহাড়,সূর্যোদয়...। অস্ফুটে বলে উঠলাম "কী সুন্দর!"  সম্বিত ফিরলো শিশুকন্ঠের কলতানে।অনেকগুলো শিশুকন্যা ছুট্টে এসে সাহানাকে জড়িয়ে ধরে কলকল করে কত কথা বলছে। তাদের  অনেকেই নাটকের সাজে তৈরি।সাহানা মাটিতে হাঁটুমুড়ে বসে জড়িয়ে ধ'রেছে ওদের।মাথায়,গায়ে হাত বুলিয়ে,আদর ক'রে বলল "আজ কিন্তু  খুব ভালো করে...। " কী উৎফুল্ল লাগছিল ওদের। সাহানা বলল "আজ সবার জন্য উপহার আছে।"সাহানাকে নিয়ে একটু আগের ভাবনাগুলো আচম্বিতে হোঁচট খাওয়ায় সামলে নিতে সময় লাগলো একটু। আমরা এতক্ষণ হতবাক হয়ে দেখছিলাম সবকিছু। বাকি সবাই এ ওর মুখের দিকে চেয়ে ওর এতদিনের রহস্যময় জীবনের দ্বারোদ্ঘাটনে ব্যস্ত। অনুষ্ঠান শুরু হতেই চমক। উপস্থিত প্রধান অতিথির ভাষণে আমরা হতবাক।বিয়ের সময় পণের বিরোধীতা করে নিজেই বিয়ে ভেঙে দিয়েছিল সাহানা, ছুঁড়ে ফেলে দিয়েছিল লগ্নভ্রষ্টার তকমা। তার পর নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই, সেখানে ও সফল ... ।অবশেষে মায়ের উৎসাহে অনাথ মেয়ে শিশুদের আশ্রয়দাত্রী।শুধু তাই নয় ওদের প্রতিভা বিকাশের লড়াই।প্রত্যেকে যাতে সমাজের মুখ হয়ে আত্মপ্রকাশ করতে পারে সেই লড়াই...একের পর এক  অবাক করা উপস্থাপনায় আমরা বিস্মিত ।বারে বারে চা,কফি সার্ভ করলেও আমরা উৎসাহ পাচ্ছিলাম না। সাহানার প্রতি শ্রদ্ধায় জল এসে যাচ্ছিল দুচোখে। বিশেষ করে সম্বর্ধনা পাওয়া ওই শিশুটি অঙ্কিতা,যে এবার রাজ্যস্তরে  স্পোর্টস চাম্পিয়ান, মনে হল এত ভালোলাগা আগে আসেনি জীবনে। কী অনাবিল আনন্দের আবাস এই "কুঁড়িদের খেলাঘর। " নিজেদের কেনা জিনিসগুলো ওদের বিলিয়ে দিয়ে কী যে ভালো লাগছিল...! আমরা ফিরলাম সাহানার দৃষ্টিভঙ্গির আলোকময় পথে অনেক সম্পদ সংগ্ৰহ ক'রে।


============



বিজয়া মিশ্র

আদর্শনগর, ঢাকুরিয়া কল:৩১


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত