ছড়া ।। খুঁটি ।। বদরুল বোরহান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

ছড়া ।। খুঁটি ।। বদরুল বোরহান


খুঁটি 

বদরুল বোরহান 


ছাগল নাচে খুঁটির জোরে 
খুঁটির চারিপাশেই ঘোরে।
এমন কিছু মানুষ আছে 
খুঁটির জোরে বেজায় নাচে।

স্বভাব দোষে আঙুল চোষে
অসৎ রোষে, কেবল ফোঁসে। 
গাধা-ভূতের বেকার খাটে
হাত-পা, জুতো সবই চাটে।

ভুল চালে সে দাবার গুটি 
নিজেই ধরে নিজের টুটি।
ভাগ পায় না হালুয়া-রুটি
উল্টে গেলে আসল খুঁটি। 

          ------------

বদরুল বোরহান 
জাপান গার্ডেন সিটি 
আদাবর, মোহাম্মদপুর
ঢাকা১২০৭, বাংলাদেশ 

No comments:

Post a Comment