কবিতা ।। ব্যতিক্রম ।। অর্পিতা ঘোষ পালিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। ব্যতিক্রম ।। অর্পিতা ঘোষ পালিত


ব্যতিক্রম 

অর্পিতা ঘোষ পালিত 


জীবনে পুরোটাই কালো মেঘ 
সুখ ছুঁতে গেলে সরে সরে যায় 
অপেক্ষা করেনা কেউ
আকাঙ্ক্ষাও নেই কারোর 
কারও মন দোলেনি -- 'দোলে দোদুল দোলে'
গোপন কুঠুরির সব চরিত্রই কাল্পনিক, বিভ্রম
ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই
ব্যতিক্রমী যে, তাই
জীবনের ডিকশনারীতে অভিমান শব্দটি ধোঁয়াশা
নেই কোনো ডাক নাম 
                  সর্বনামও নেই 

      -------------   


Arpita Ghosh Palit
 Netaji Nagar,
Kolkata - 700092







 



No comments:

Post a Comment