কবিতা ।। গণতান্ত্রিক ।। সৈকত মাজী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। গণতান্ত্রিক ।। সৈকত মাজী

গণতান্ত্রিক 

সৈকত মাজী 


কখনো ধূসরবস্তু নাড়া দিলে
বসে পড়ি সংবিধান খুলে।
পাতায় পাতায় জমে থাকা তফসিল 
আর অনুচ্ছেদে আইনের ছড়াছড়ি।

প্রস্তাবনায় লেখা কয়েকটা উজ্বল শব্দ,
আমি তাদের অর্থ উদ্ধারে
চষেছি গ্রাম থেকে শহর।

মেরুকরণ রাজনীতি হয়,
টাকার বিনিময়ে বিকিয়ে যায় 
"ফার্স্ট পাস্ট দ্যা পোস্ট"।
প্রহসনে শিক্ষার ভূমিকা নগণ্য।

আমার কর্তব্যে পড়ে না ভাটা,
অধিকার খর্ব হলে, বুক ঠুকে করি
গণতন্ত্রের জয়গান।
তারপর এভিএমে বোতাম টিপে 
ভোগ করি গণতান্ত্রিক অধিকার ।

============


সৈকত মাজী
গ্রাম- বেলডাঙা 
পোস্ট- কুস্থলিয়া
থানা- গঙ্গাজল ঘাঁটি
বাঁকুড়া, 722133




No comments:

Post a Comment