কবিতা ।। বিদ্রোহী কবি নজরুল ।। গৌউর দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। বিদ্রোহী কবি নজরুল ।। গৌউর দে



বিদ্রোহী কবি নজরুল

গৌউর দে


তোমায় পেয়েছি
নব বর্ষার নবঘন সিক্ত প্রত্যুষে,
তোমায় পেয়েছি,
মেঘ-রোদ্দুর ভরা অশান্ত আকাশে।

অগ্নি বীণায় আজও
প্রতিবাদের সুর বাজে,
বিষের বাঁশির করুণ আর্তনাদে
শত বিষন্নতা জাগে, এ মন মাঝে।

কারার ওই লৌহ কপাট ভেঙে
নব যৌবন চলে দুর্বার বেগে,
বিদ্রোহের আগুনে পুড়ে শেষ হয়
নিরুত্তর আকাশের নীরবতা শুপ্ত আবেগে।

তোমার কলম-মনন
লিখে গেছে কত শত গান,
কত কবিতা, ছড়া আর
গেঁথে গেছো কত বিচ্ছিন্ন হৃদয় বীণায় গান।

সহস্র শতকের শেষেও
রয়ে যাবে তুমি সবার মনে চিরকাল,
তুমি আমাদের সবার দুখু মিঞা-
তুমিই বিদ্রোহী কবি নজরুল।।


============


গৌউর দে
গ্রাম- আশবেড়িয়া,
পোষ্ট- হাতিরামপুর,
থানা- হীড়বাঁধ,
জেলা- বাঁকুড়া



No comments:

Post a Comment