দুটি লিমেরিক ।। জগদীশ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

দুটি লিমেরিক ।। জগদীশ মণ্ডল

 দুটি লিমেরিক

 জগদীশ মণ্ডল 


পুকুরে স্নান



(১) স্বস্তি পাই না


বাইরে গেলে এই গরমে ঘামে যাচ্ছি ভিজে

কাল-বৈশাখীর নাইরে দেখা এখন করি কিযে,

বলছি মুখে উঃ কী গরম

গাছ কাটি নেই লজ্জা সরম

পুকুর জলে গা-ঢুবিয়ে স্বস্তি পাই না নিজে।


(২) আসল নকল


ভালো মানুষ বলবে কাকে বাছতে বেশ কষ্ট হয়

কথা কাজে মিল পাবে না মুখোশটি স্পষ্ট হয়,

 কাজ উদ্ধারে পায়ের কাছে

 সুযোগ বুঝে লাগবে পাছে

আসল নকল খুঁজতে  গিয়ে সময় বেশ নষ্ট হয়।


"""""""""""""""'""""""

জগদীশ মন্ডল।।নতুন পুকুর রোড।।চড়কডাঙা।।পোস্ট::বারাসাত।।কলকাতা::700124

No comments:

Post a Comment