তিনটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

তিনটি কবিতা ।। সুশান্ত সেন


১.ভাবনা



ইচ্ছেকুটুম ছাদের ঘড়ি ন্যাড়া সে ছাদ
পাশের বাড়ি পাশের বাড়ি পাশের বাড়ি
ভাঙা দেওয়াল খুন্তে বুড়ি লাগায় ঘুঁটে
সব পেয়েছি এখন ত আর দেনা ত নেই

কোথায় আকাশ কোথায় আকাশ এখন কি আর
মোক্ষ বুড়ি পুকুর ঘাটে বাসন মাজে
বাসন কোথায় বাসন কোথায় এখন থালা
একবারেই ব্যবহারে আস্তাকুড়ে

তাইত এখন যতিচিহ্ন হারিয়ে গেল 
সব পেয়েছির আসর এখন ঘণ্টা বাজায়



২. প্রেম


সমুদ্র আকাশ পর্বত
মালভূমি মরুভূমি দিগন্ত
ছুয়ে ছুয়ে
যখন উত্তর মেরু দক্ষিণ মেরু ঘুরে
চন্দ্র সূর্য তারা নীহারিকা নেবুলা ও
সুপারনোভার কাছে পৌছালাম, -
তখন কৃষ্ণ - গহ্বর সব গিলে নিয়ে
উগড়ে দিলো প্রেম।

দুহাতে তাকে ধরে থাকলাম।




৩.বাংলা ভাষা


হিং টিং ছট নারদ নারদ
আরো যে কত কি
ছোট্ট থেকে বাংলা ভাষায়
আমরা শিখেছি।
এখন দেখি সেই বাংলা
ভাষা ত অচ্ছুত,
ইংরাজি আর হিন্দি মিলে
করেছে অদ্ভুত।
পাঁচমিশালি চচ্চড়ি কি
বৃদ্ধি নিয়ে আসে
এই ভেবে তাই সান্তনা চাই
অখন্ড বিশ্বাসে।

==================

সুশান্ত সেন
 শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০




No comments:

Post a Comment