Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

পৌরাণিক কাহিনি ।। বৃত্রাসুর বধ ।। দীপক পাল


বৃত্রাসুর বধ

দীপক পাল


পুরাণে গন্ধমাদন পর্বতের কথা উল্লেখ আছে মনে হয় কারাকোরাম পর্বতকেই গন্ধমাদন বলা হতো বদ্রীনাথ পাহাড়ে আছে গন্ধর্বদের অলকাপুরী অপ্সরারা সেখান থেকে কৈলাসে যাতায়াত করতো হিমালয়ের উত্তরে ইলাবৃতবর্ষের মেরু পর্বতকেই সেকালে স্বর্গ বলা হতো কাশ্মীরে, হিমালয়ের উত্তরে, কারাকোরাম পর্বত তারই সমান্তরাল ভাবে অবস্থিত হিন্দুকুশ পর্বত এসেছে পশ্চিম থেকে উত্তরেএই দুই পর্বতশ্রেণীর মাঝখানে গিলগিট অঞ্চল দিয়েই কোন পথ বা সঙ্কীর্ণ গিরিপথ সেকালে ছিল বলে ধারণা পথ দিয়েই দেবতারা মর্তে আসতেন এবং অসুরেরাও ওই পথ দিয়ে এসে স্বর্গ আক্রমণ করতেন বার বার অসুররা ছিল মহা পরাক্রমশালী তারা আঠার বার ইন্দ্রদের আক্রমণ করে পরাজিত করেছিল স্বর্গের রাজাদের ইন্দ্র বলা হতো বৃত্রাসুর মোট বত্রিশ বছর ইন্দ্রের সিংহাসন দখল করে রাজত্ব করেছিল সে ছিল বেদে বর্ণিত হিরণ্যকশিপুর কন্যা রমা মহর্ষি ত্বস্টার পুত্র পরে ইন্দ্রের কোনএক পুরুষ, যে ছিল বীর যোদ্ধা, সে বৃত্রকে যুদ্ধে পরাজিত করে বজ্র নিক্ষেপ করে সেই যাতায়াতের পথটি ধ্বংস করে অসুরদের অনেক নগর আর পুরী ধ্বংস করে দেয় তাই তাকে বলা হতো বৃত্রহনতা বজ্রধারী পুরন্দর ইন্দ্র


            আগের ইন্দ্র বৃত্রের সঙ্গে যুদ্ধে  বার বার পরাজিত
হয়ে খুব অশান্তি ভোগ করছিলেন বৃত্র ছিলেন যথেষ্ট শক্তিশালী তিনি ইন্দ্র আর তার প্রজাদের উৎপীড়ন করার জন্য পাহাড় ধ্বসিয়ে ৪টি নদীপথ বন্ধ করে দিয়েছিলেন পুরন্দর ইন্দ্র বৃত্রকে হত্যা করে বজ্রাঘাতে পর্বতকে বিদীর্ণ করে রুদ্ধ নদী পথ খুলে দিয়েছিলেন তাই তিনি পর্যন্যদেব, জলমোচনকারী


            এই বজ্র লাভ করার জন্য ইন্দ্র বিষ্ণুর কাছে গিয়েছিলেন
বিষ্ণু তাকে বলেছিলেন, 'এই বৃত্র অস্থিময় বজ্র দ্বারা নিহত হবে এই জীব শত হস্ত প্রমাণ, মধ্যে ক্ষীণ, দুই পার্শ্বে স্থুল ছয় কোণ. অর্থাৎ পলযুক্ত ভীষণাকৃতি হওয়া চাই তার নির্দেশে ইন্দ্র সরস্বতী নদীর তীরে গিয়ে দধিচীর দেখা পেলেন। ইন্দ্র তাকে বললেন, 'হে বিপ্র, আপনি ভিন্ন এত বিশাল প্রাণী আর দেখি না' তার করোটি ছিল অশ্ব  মস্তকের ন্যায় সেই মস্তক নিয়ে তিনি গেলেন ইলাবৃতবর্ষ সংলগ্ন ভদ্রাশ্ববর্ষে (অধুনা চীন) ত্বস্টার (ইনি বৃত্রের পিতা নহে) নিকটে তিনি বারুদ তৈরি করতে জানতেন তিনি দধীচির অশ্ব করোটির ন্যায় সুবিশাল মস্তক দিয়ে যে বজ্রাস্ত তৈরী করে দিয়েছিলেন তা ছিল দীর্ঘ নালিক অস্থির সঙ্গে যুক্তবারুদ ধাতুখন্ড প্রস্তরাদি দিয়ে ঠাসা


            মানস সরোবরের কাছে বৃত্র দুটি নদী পথ,
বিপাশা শতদ্রু, রুদ্ধ করে ৩৩  কোটি দেবতাদের কষ্ট দিচ্ছিলেন পুরন্দর ইন্দ্র সেই বজ্র বৃত্রের প্রতি নিক্ষেপ করেছিলেন তার শব্দ এমনিই বিশ্ব প্রকম্পিত যে, অগ্নি ধুম্রজাল সৃষ্টি করে পর্বত ধ্বসিয়ে দিয়ে অবরুদ্ধ নদীদ্বয় আকাশের মত উঁচু হয়ে পুনরায় প্রবাহিত হয়েছিল

               ---------




Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block-8, Flat-1B,
Diamond Harbour Road,
Kolkata - 700104.

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত