কবিতা ।। প্রসন্ন উদ্ভাস ।। বিশ্ব প্রসাদ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। প্রসন্ন উদ্ভাস ।। বিশ্ব প্রসাদ ঘোষ



 প্রসন্ন উদ্ভাস

 বিশ্ব প্রসাদ ঘোষ


আমার মেজ মামা যখন ছোটো ছিলেন
তখন যে তরুণীটি তাকে দেখা শোনা করতেন,
তার প্রসন্ন উদ্ভাস, 
মামাকে সারাজীবন আচ্ছন্ন রেখেছিল। 
সেই স্বর্ণালী আভার
 অনুরুদ্ধ প্রয়াস তাকে সুপ্ত ভাবে
ভাসিয়ে রাখতো সৌন্দর্য সাগরে-----

অর্ধেক মন নিয়ে তিনি অফিস করতেন, 
মধ্যম মানের বৌকে সামলাতেন
আর যা যা করতে হয়_

বাকিটা কবিতার খাতায়----

===============
বিশ্ব প্রসাদ ঘোষ 4 স্বপ্ন নীড় কেষ্টপুর সুকান্ত পল্লী কলকাতা- 102

No comments:

Post a Comment