কবিতা ।। ছেলেটা এবং মেয়েটা ।। আশিস ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। ছেলেটা এবং মেয়েটা ।। আশিস ভট্টাচার্য্য


ছেলেটা এবং মেয়েটা

আশিস ভট্টাচার্য্য



ছেলেটা ছোটবেলায় বাঁশি বাজাত, পুকুরে ছিপ ফেলে মাছ ধরত ।
বন্ধুদের সাথে হাডুডু খেলত ঢিল মেরে পরের গাছের আম পেড়ে খেত।

মেয়েটা বৃষ্টিতে ভিজে শিল কুড়িয়ে খেত।
 কদম ফুল পাড়তে ভালোবাসতো, কাঁচা আম, আমড়া, চালতা, কুল ছ্যাচা খেতে খেতে পাড়া বেড়াত।


কি ছিল বিধাতার মনে ! কৈশোরের শেষ প্রান্তে অতনুর পঞ্চ শরে দুজনেই হয়েছিল ঘায়েল ।
এ পাড়া, সে পাড়া, ফুল মেলা, বইমেলা, সার্কাস, ফুচকা ও চপ বছর কয়েক পর অবশেষে মালা বদল।

ওরা আজ সংসারী! দুজনেরই অন্যের প্রতি লাখো অভিযোগ।

ছেলেটা কর্পোরেট মেয়েটাও অতি আধুনিকা
দুজনের অর্জুনের চোখ সমাজের উঁচু আকাশটাকে ছোঁয়া। এখন আর কেউ কারো পছন্দের নয়।

================

আশিস ভট্টাচার্য্য
রামকানাই গোস্বামী রোড শান্তিপুর, নদীয়া -৭৪১৪০৪



No comments:

Post a Comment