কবিতা ।। ছাই হই ।। লালন চাঁদ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। ছাই হই ।। লালন চাঁদ

ছাই হই 

লালন চাঁদ


 চোখের সামনে বার্ধক্য 
মাথা থেকে পা টলমল করে 
হাতের লাঠি এখন শেষ সম্বল। অন্ধের যষ্টি 

খাঁ খাঁ লাগছে ঘর বাড়ি 
মানুষ থেকেও যেনো কেউ নেই 
সাড়া নেই শব্দ নেই 
কাছে পাই না কাউকেও। বিষণ্ণতা বাড়ে 

কথার পৃষ্ঠে কথা সাজাই 
কতো কথা হারিয়ে যায় অতল জলে 
জলে মনছবি। মন থৈ থৈ। জল থৈ থৈ 

মাঝে মাঝে দরজার কড়া নড়ে 
ভাবি কেউ কাছে আসবে 
অপেক্ষা করি 
কেউ কাছে আসে না। কাছে আসে না আর 

নাতি রোজ স্কুলে 
বিকেলে বাড়ি ফিরেই দে ছুট খেলার মাঠ 
সন্ধ্যায় টিউশন। দেখা হয় না ওর সাথে। কষ্ট বাড়ে 

কাউকে বলতে পারি না কিছু 
একাকী পুড়ি 
মরার আগেই পুড়ে ছাই হই চিতার আগুনে 

---------------------------------


No comments:

Post a Comment