কবিতা ।। ফেরা ।। বিপুল কুমার ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। ফেরা ।। বিপুল কুমার ঘোষ


ফেরা

বিপুল কুমার ঘোষ


আশা নিয়ে ভবে এসে চড়ে মায়া রথে
ফিরে যেতে হবে শেষে অজানারই পথে।
বেয়ে গেলে জীবননদে ভাসা  তরীখানা
কিছু থাকে পিছুটান হারিয়ে ঠিকানা।

একা রবে সকলে যে নেমে এলে যামী ,
ভালোবাসা প্রীতি যত থাকে নাতো দামী।
বিরহেরই ব্যথা নিয়ে রাত বয়ে যায় ধীরে
ফেলে আসা স্মৃতিগুলো আসে ফিরে ফিরে  ।

সুখের খোঁজে হয়রান হয়ে তবু কতজনে
লোভ লালসা বাসা বাঁধে কারো কারো মনে ।
বৃথা করে জারিজুরি হয়ে দিশাহারা
এ জীবনের লেনাদেনা  হয়ে গেলে সারা।

রবিকরে বেলা বাড়ে কাটে যে দিন আশায়
বেলা শেষে স্মৃতিগুলো শুধু রয়ে যায়।
বেদনার বালুচরে বাঁধা খেলাঘরে
ভেঙেচুরে দেয় যদি হঠাৎ ঘূর্ণিঝড়ে ।

ফিরে আসে তীর ছুঁতে সাগরের ঢেউ যত,
পরপারে গেলে কেহ কভু ফেরে নাতো ।
ভবলীলা সারা হলে জেনো অবশেষে
ফিরে সবে যেতে হবে না-ফেরার এক  দেশে।।

==================

বিপুল কুমার ঘোষ
মাজদিয়া # নদীয়া # পঃ বঙ্গ

No comments:

Post a Comment