ছড়া ।। রথতলাতে রথের মেলা ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

ছড়া ।। রথতলাতে রথের মেলা ।। দীনেশ সরকার

রথের মেলা

রথতলাতে রথের মেলা

দীনেশ সরকার

 


প্রতি বছর রথতলাতে

বসে রথের মেলা

আমাদের এই মেলায় বসে

হরেক রকম খেলা।

 

রথের দিনে মেলা শুরু

উল্টোরথে শেষ

মেলায় গেলে মন ভরে যায়

খুশি-মজা বেশ।

 

রথের দিনে রথের রশি

সবাই মিলে টানে

আকাশ-বাতাস মুখরিত

'জয় জগন্নাথ' গানে। 

 

দোকানদানি বসে প্রচুর

রোজ রথের মেলায়

 নিত্যদিনের হরেক জিনিস

কিনতে পাওয়া যায়।

 

মন্ডামিঠাই জিলিপি আর

গরম পাঁপড় ভাজা

ভারী মজায় খায় সকলে

নোনতা খাস্তা খাঁজা।

 

ম্যাজিক শো আর পুতুলনাচও

দেখা যায় মেলাতে

খোকা-খুকুর মন ভরে যায়

মজার মজার খেলাতে।

 

আম-পেয়ারা লেবুর কলম

আর ফল-ফুলের চারা

মেলার বড় আকর্ষণ তাই

মনকে দেয় যে নাড়া।

 

আষাঢ় মাসের রথের মেলায়

শুধুই মজা-হাসি

প্রতি বছর বসলে মেলা

তাই তো ছুটে আসি।


***************


চিত্র সৌজন্যঃ https://www.abekshan.com//রথের-মেলা/


No comments:

Post a Comment