কবিতা ।। আমি ও জীবন ।। তপনকান্তি মুখার্জি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। আমি ও জীবন ।। তপনকান্তি মুখার্জি

আমি ও জীবন 

তপনকান্তি মুখার্জি 




         আমি যখন সময় উড়োই, জীবন ঘুমোয় নাক ডাকিয়ে। আমি ঘুমুলে, জীবন হয়ে পড়ে লাগামছাড়া। এক বর্ষশেষে দুজনে বাজার গেলাম সময়ের লাগাম কিনতে। চৈত্রসেলে বিক্রি হয়ে গেছে সব। ফিরে আসি শূন্যহাতে। পাশ ফিরে শুলো আরও একটা বছর। মনের দিক থেকে সেই মৃতই রয়ে গেলাম।

....................

Tapankanti Mukherjee,
'Swapnasandhani',
Ward no.-- 04,
P. O.-- Arambagh,
Dist.-- Hooghly,
Pin -- 712601,

No comments:

Post a Comment