নিবন্ধ ।। বিশ্বপ্রেম ।। আরতি মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

নিবন্ধ ।। বিশ্বপ্রেম ।। আরতি মিত্র

বিশ্বপ্রেম

আরতি মিত্র

বিশ্বপ্রেম আলোর সন্ধান দেয়। যে পর্যন্ত না এই পৃথিবীকে ভালোবাসা যায় সে পর্যন্ত তার সম্পদকে খুঁজে পাওয়া যায় না। এই অনুভূতির জাগরণ মানব জীবনে সম্ভব না হলে পৃথিবীর আলো তার চক্ষের সম্মুখে উদ্ভাসিত হয় না। পৃথিবীর বিচিত্র রূপকে উপলব্ধি করতে হবে। তাকে অন্তর দিয়ে অনুভব করে মনের গভীরতম প্রদেশে স্থান দিতে হবে। এই সত্যোপলব্ধির জাগরণ সবার হৃদয়ে একান্ত প্রয়োজন। 

বিচিত্র রূপকে ভালো না বাসলে তার যে মহিমা তা অন্ধকারেই নিমজ্জিত থাকবে। পৃথিবীর আকাশ  চাঁদ তার উজ্জ্বল আলোকদানে আলোকিত করে কিন্ত তাকে অনুভব করার ক্ষমতা না থাকলে তা যেমন আলোহীন বলেই মনে হয়। তেমনি মানুষ যদি বিশ্বের রূপ ও রস অনুভব করতে না পারে তাহলে তার হাতের প্রদীপ শূন্যের মাঝে পথ চেয়েই থাকবে।
মানবহৃদয়েই  বিচিত্র অনুভূতির স্থান। আর এই বিচিত্র অনুভূতির ফলে মানুষ একেক জিনিসকে  এক একরকম দৃষ্টিভঙ্গিতে দেখে থাকে।

মানুষের অনুভবের ক্ষমতা তাকে আলোর সন্ধান দেয় কিন্ত তা যদি তার না থাকে তবে মানুষ পৃথিবীর ধনসম্পদ আর খুঁজে পায় না। একসময় কিন্ত মানব তার অনুভূতির সীমাকে বিস্তৃত করে দেয়। তার হৃদয়ের অন্তর্প্রদেশের  গোপন ইশারায় তার উপলব্ধির জগতের  দ্বার খুলে যায়। সে আলোর সন্ধানী হয়।

তার প্রেম ভালোবাসাকে গানের সুরে সুরে বিশ্ব প্রকৃতিতে ছড়িয়ে দিয়ে সে যেন তার গলায় নিজের মাল্যকেই  পরিয়ে দেয়।মানবের বিমুগ্ধ দৃষ্টি যেন হাসির মাধ্যমে  উজ্জ্বল হয়ে
তাকে উজাড় করে দেয় আরও অনেক কিছু যা তার একান্ত । বিশ্বের আকাশের ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জ্বল নক্ষত্রের মাঝে  সে যেন তার গোপনতম স্থান খুঁজে পায়।

বিশ্বের হৃদয়ে যে  বস্তু  উজ্জ্বল হয়ে আছে , তাকে  এবং  ভুবনের অন্তর্নিহিত সৌন্দর্যকে অনুভব করতে হলে  বিশ্বপূজারী হওয়া প্রয়োজন । বিশ্বপ্রেম মানব হৃদয়কে উন্মুক্ত করে 
তার অনুভূতির সীমাকে বিস্তৃত করে পৃথিবীর অন্তর্নিহিত তাৎপর্যকে উপলব্ধি করলে
তবে মানুষ পরম সম্পদের সন্ধান পায় হৃদয়ের রঙে রঙীন না হলে তাকে অনুভব করা যায় না।

==============


Arati Mitra. 
267/3 Nayabad. Garia. 
Kol. 700094


No comments:

Post a Comment