কবিতা ।। একটা হারিয়ে যাওয়া গল্প ।। অরিন্দম চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

কবিতা ।। একটা হারিয়ে যাওয়া গল্প ।। অরিন্দম চট্টোপাধ্যায়

একটা হারিয়ে যাওয়া গল্প

অরিন্দম চট্টোপাধ্যায়


এ বাড়ির সাথে চড়াই পাখির সখ্যতা
জন্মকাল থেকে...
সিলিং এ লোহার বিম এর ওপর
তাদের দীর্ঘ দিনের বসবাস
তাদের সংসার
তাদের বেড়ে ওঠা
সকাল হলে কিচিরমিচির ডাক
যেন ব্রহ্ম সঙ্গীতের মতো
ঠিক যেন প্রবাহিত নদী ও কোন উপত্যকা
জলধারা থাকুক বা না থাকুক
তবুও যেন থাকা বিরতিহীন
তারা উড়ে বেড়াত এ ঘর ও ঘর
ডানার শব্দের ভেতর যেন মৃদু এসরাজ
আর উড়ে পড়ত ছোট্ট ছোট্ট পালক

এখন বাস্তবিকই দৃশ্যমান নয়
মেঝের ওপর পড়ে থাকা খয়েরী পালক
তারা এখন সব নিরুদ্দেশের পথে
বাড়ি এখন বড় নি:সঙ্গ
তবুও নিয়ম মাফিক সকাল হয়, রাতও গড়ায়


==========================



@ অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা, কলকাতা -৭০০০৬০
 

No comments:

Post a Comment