নিজের করে নাও
সাকিল আহমেদ
নিজের যোগ্যতায় আমি প্যারাসিটামল 650
পরজীবী বা প্যারাসাইটস হয়ে বেঁচে আছি
হ্যাঁ বেঁচে থাকতেও কঠিন যোগ্যতা লাগে।
বৃষ্টির ফোঁটা পেয়ে যেমন নাগলিঙ্গম ফোটে।
ধুনুরীর যোগ্যতায় তুলোগুলো কার্পাস হয়ে ওড়ে
ট্রেন থেকে নেমে ট্রেনের গতি জাড্যতায় দৌড়াতে থাকি সারা স্টেশনময়
নিজের যোগ্যতায় পালঙ্কে শুয়ে তোমাকে ডাকি
কাছে এসো গহন গগন সন্ধ্যায়
এই পালঙ্কে কোন দায় কোন কলঙ্ক লাগেনি চোদ্দ শিকায় কেনা মেহগনি গাছ কায়া ভরা মায়ারঙ জানে বিনম্র শীৎকার
নিজের যোগ্যতায় তোমার হাতে তুলে দিয়েছি সংসার চাবি।
তোমার যোগ্যতায় ঠিক মত সহবতের তালা খুলে দেখাও
কতটা স্নেহ কাজল, কতটা মায়ারঙ,
কতটা বিন্নি ধানের খই কতটা ওড়াতে পারো দুঃখে সুখে
কতটা সৈন্ধব লবণ দিয়ে মাখাতে পারো গৌরবনরক
হিসেবের খেরোর খাতায় পরজীবী হয়ে বেঁচে আছি
এবার নিজের করে নাও
No comments:
Post a Comment