Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

মুক্তগদ্য ।। বৈকালিক বৈশাখ ।। ছন্দা দাম

বৈকালিক বৈশাখ

ছন্দা দাম


কালবৈশাখীর ধ্রুপদী সুরে যখন পাতা ঝরার কান্না ঠিক তখনই সূর্যটা যেন তার গায়ে আঁধারের চাদর জড়িয়ে নিয়ে নিঃসীম প্রহর গুনছিল, হাওয়ার বাঁশি বাঁশঝাড়ের পাতাদের ঠোঁট ছুঁয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছিল অপূর্ব শিহরণ। পুকুরের নিস্তরঙ্গ ঢেউও প্রগলভ হতে চাইছিল এর স্পর্শে।

        দিগন্তের মাঠের ঐ পাড়ে সবুজ বনজঙ্গল প্রকৃতির দামাল আবেগ গায়ে মেখে নিয়ে গোধুলির ঘন আধাঁরকে আহ্বান করছিল যেন! শেষ বিকেলের স্নেহমেদুর ছোঁয়া বাঁচিয়ে দামাল বৈশাখী ঝড় যেন গুমরে গুমরে উঠছিল... বুকের কিছু কথা, কিছু ব্যথা উগড়ে দিবে বলে। উঠোনের কোণের মঞ্জুরী সুগন্ধিত আমগাছের পায়ের কাছের ঝরা পাতারা ঈশান কোণ থেকে আসা বাতাসের স্পর্শে প্রাণ পাচ্ছিল। উড়ে উড়ে আবার মাটিতে আছড়ে পড়তে পড়তে শ্ শ্ করে বাচ্চা ছেলেটার ঠোঁটের কাঠাল পাতার বাঁশির মতো আওয়াজ করছিল।

        চেয়ে থেকে থেকে কখন আমি হারিয়ে গেছিলাম বৈশাখের এক অনাবিল আনাদৃত এক বিকেলের মাঝে। ঢেউতোলা টিনের চালে চঞ্চল হরিনীর মতো বাতাস লাফিয়ে লাফিয়ে উঠছিল। বারান্দায় ঝুলানো লাল ডুরে গামছাটা বাতাসের তোড়ে উড়ে চলে যেতে চাইছিল যেন কোন অচিনপুরের ঠিকানায়। এই অনির্বচনীয় দৃশ্য কলমে তুলে আনতে চাওয়া ব্যর্থ প্রচেষ্টা আমার মনটা যেন কলমের মসির আধাঁরেই গুমরে গুমরে মরছিল।।

********************


Chhanda Dam
C/0, Subrata Roy
Sarisha kalibari lane
Po&dist... karimganj Assam
Pin,,788713

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল