ছড়া ।। নেইতো কোন যুক্তি ।। বিদ্যুৎ মিশ্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

ছড়া ।। নেইতো কোন যুক্তি ।। বিদ্যুৎ মিশ্র

নেই তো কোন যুক্তি

বিদ্যুৎ মিশ্র 

ভাগ্য যখন ঠিক যায় না

গ্রহের দশা বাড়ে

জ্যোতিষ দাদা হাতটা দেখেই

নিদান যে দেন তারে

 

আতস কাঁচের ফাঁকেই তিনি

দেখেন জন্মপত্রী

পাথর পরেই সব সমাধান

ভীষণ রকম মৈত্রী

 

কারো বিয়ে হচ্ছে না ভাই

সংসারে সুখ নেই

পরীক্ষাতে সফল হবার

উপায় আছে এই

 

যতো দুঃখ কষ্ট আসুক

পাবে ঠিকই মুক্তি

কারণটা কী? যায় না বোঝা

নেইতো কোন যুক্তি


===========


বিদ্যুৎ মিশ্র
কাশীপুর, পুরুলিয়া 


No comments:

Post a Comment