দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর

দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর 


বিষাদ স্মরণ


ঠোঁটের ফাঁকে রাখা ছিল ভালোবাসার ওম 
পূর্ব রাগে সোহাগ নেশা 
বিরহ রাগ কেড়েই নিল আদরটুকু
র ই লো পড়ে মৃত্যুনামক যম। 

এক নিমেষে বাতাস কাঁপে
কে হারালো কিসের টানে 
স্মৃতির ঘরে খুঁজতে থাকি সেই চেনা মুখ 
আড়াল থেকে সেও বুঝি আমায় মাপে ।

এমন জীবন  ,এমন বাঁচার ধরন
না না এমন কথা ছিল নাতো
সব কিছুতে ওলট পালট 
সব কিছুতে নিরুদ্দেশের  বিষাদ স্মরণ ।

এবার তবে ছুটিই নেব
আড়ি খেলা বন্ধ হলো ভবের ঘরে 
পার্থিব এই প্রেক্ষাপটে 
মহাশূন্যের বিষাণ বাঁশি এঁকেই দেব। 



চিত্র-গ্রহণঃ অঙ্কিতা পাল, ভাঙ্গড় দক্ষিণ 24 পরগনা

বৃষ্টি ভেজা 


ভোর সকালে জানলা খুলে দেখি 
মেঘ এসেছে গাছের পাতায় নেমে 
গোমড়া মুখে সজল চোখে আকাশ 
কান্না যত রাখছে মেঘের ফ্রেমে ।

একটু পরে বৃষ্টি এলো ঝমঝমিয়ে 
গাছের ডালে শালিক পাখির ছানা 
মায়ের পাশে পালকে মুখ গুঁজে 
ভিজতে থাকে কেউ করেনি মানা ।

ইচ্ছে করে জানলা খুলে রাখি
বৃষ্টি এসো আমায় ভেজাও তবে
মায়ের বকা শুনবো নাকো আজ
তোমায় ছুঁলে সুখের অসুখ হবে ?

জ্বরের ঘোরে চুপটি করে শুয়ে 
আকাশ দেখে দিনটা কেটে যাবে
পড়ায় ছুটি খেলায় ছুটি বেশ
ছুটির মাঝে আমায় শুধু পাবে ।

আকাশী মেঘ আকাশ ঝরা বেলা 
বৃষ্টি নিয়ে সারাটা দিন খেলা
মায়ের চোখে বৃষ্টি এঁকে কেউ
বৃষ্টি ভেজা সাধের ছেলেবেলা ।


==============

বিবেকানন্দ নস্কর
সন্তোষ পুর
ফলতা




No comments:

Post a Comment